১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মনবাড়িয়ায় ফ্রি হার্ট ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ , ২২ মার্চ ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

এনই আকন্ঞ্জি ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় “ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন”র আয়োজনে ফ্রি হার্ট ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ইঞ্জিনিয়ার রিফাত আন নাবিল মোল্লার সহযোগিতায় শহরের ভাদুঘর দারুল সুন্নাহ কামিল মাদ্রাসায় এই ফ্রি ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ও ব্রাহ্মনবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি, পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাকিল, সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাবেক প্রকল্প পরিচালক মোঃ ইব্রাহিম আল মামুন মোল্লা প্রমূখ। এসময় ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কনসালটেন্ট (কার্ডিওলজী) ডাঃ মুহাম্মদ আব্দুল মতিন সেলিম ও মেডিকেল অফিসার ডাঃ সালমান মাহমুদ। ক্যাম্পে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মেডিসিনসহ বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা প্রদান করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন