১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ , ২২ মার্চ ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)ভূগর্ভস্থ জল অদৃশ্যকে দৃশ্যমান করে তোলে’এই স্লোগান সামনে রেখে। আজ ২২ মার্চ ‘বিশ্ব পানি দিবস’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব পানি দিবস-২০২২ পালিত হয়েছে। এর ধারাবাহিকতায় সরাইলে বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুলের নেতৃত্বে র‌্যালীতে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.ইসমত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মুকবুল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা মো. মাহফুজ আলী, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. কাজী মমিন প্রমুখ।সংশ্লিষ্টরা বলছেন, ‘মানুষের জন্য পানি, প্রকৃতির জন্য পানি এবং উন্নয়নের জন্য পানি’ এই সত্যকে উপলব্ধি করতে হবে। পানির গুরুত্ব অনুধাবন করে কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন