১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৪ হাজার ৩৪৭ পরিবারের মাঝে ন্যায্যমূল্যে পন্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ , ২০ মার্চ ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

এনই আকন্ঞ্জি ,সারাদেশে স্বল্প আয়ের ১ কোটি পরিবারের হাতে টিসিবর পন্য পৌঁছে দেয়ার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় ৮৪ হাজার ৩৪৭ পরিবারের মাঝে ন্যায্যমূল্যে পন্য পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকালে শহরের লোকনাথ টেংকের পাড় মাঠে কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন। কার্যক্রমের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলায় রোজার আগে এবং রোজার মধ্যবর্তী সময়ে টিসিবির ডিলারদের মাধ্যমে প্রতি পরিবার ৫৫ টাকা করে চিনি, ৬৫ টাকায় মশুর ডাল, ১১০ টাকায় ১ লিটার সয়াবিন তেল, ৩০ টাকা দরে পেঁয়াজ ও ৫০ টাকা দরে ছোলা প্রতি কেজি দরে কিনতে পারবে। প্রতি পরিবারকে প্রতিটি পন্য ২ কেজি করে দেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন