১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

নাপা সিরাপে কোনো ভেজাল পায়নি, ওষুধ প্রশাসন অধিদপ্তর

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ , ১৫ মার্চ ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ব্যবহৃত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওই ব্যাচের ওষুধটি ঝুঁকিমুক্ত ও মানসম্পন্ন বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। আজ সোমবার বিকেলে ওষুধ প্রশাসন অধিদপ্তর আয়োজিত নাপা সিরাপে শিশু মৃত্যু প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যে বোতলের সিরাপ খেয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে তার নমুনা এখনো পরীক্ষা হয়নি। তবে ওই দোকান থেকে নাপা সিরাপের আটটি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে তিনটির পরীক্ষা করার পর কোনোটির মধ্যে ত্রুটি পাওয়া যায়নি। একই সঙ্গে বেক্সিমকোর কারখানা পরিদর্শন করেও কোনো ত্রুটি ধরা পড়েনি বলে জানায় ওষুধ প্রশাসন অধিদপ্তর।

মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেন, দোকান থেকে আটটি বোতল সংগ্রহ করা হয়। তারমধ্যে সবগুলোতেই ফলাফল পজেটিভ এসেছে। এই সিরাপে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন