১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

বিএনপি আগামী ৫০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না-হানিফ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ , ৫ মার্চ ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি ৫০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে গেছে। দিশাহারা হয়ে এখন সকালে এক, বিকালে আরেক কথা বলে। মিথ্যাচারে জনগণকে বিভ্রান্ত করতে চায়। তাদের লক্ষ্য একটাই, উন্নয়ন-অগ্রগতিকে বাধাগ্রস্ত করা।

বিএনপির আগামী ৫০ বছরেও রাষ্ট্রের ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। এ কারণে তারা হতাশ।

শনিবার (৫-৩-২২) ব্রাহ্মণবাড়িয়া শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক।

বিএনপি দেশকে অস্থিতিশীল করার কর্মকাণ্ড চালাচ্ছে অভিযোগ করে হানিফ বলেন, “সে সম্পর্কে সরকার সজাগ আছে। আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো অশুভ তৎপরতাকে রুখে দেওয়ার জন্য যথেষ্ঠ। পাশপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদেরও সজাগ থাকতে হবে। জনগণের কাছে আমাদের উন্নয়ন-অগ্রগতির কথা এবং চিত্রগুলো তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, নতুন নির্বাচন কমিশন (ইসি) গণতান্ত্রিক পদ্ধতিতে গঠন করা হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ নেতা আরও বলেন, “বিএনপির এখন নতুন ইস্যু হল নির্বাচন কমিশন। তারা যখন ক্ষমতায় ছিল তখন তাদের প্রধানমন্ত্রী তালিকা দিয়েছেন আর রাষ্ট্রপতি গ্যাজেট করে পাঠিয়ে দিয়েছেন। এটি ছিল তাদের নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া।

শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে নির্বাচন কমিশন গঠনে গণতান্ত্রিক পদ্ধতিতে সর্বোচ্চ পন্থা অবলম্বন করেছেন। রাষ্ট্রপতি সব দলের সঙ্গে সংলাপের মাধ্যমে পরামর্শ করে তাদের দেওয়া নামের ভিত্তিতে সার্চ কমিটি গঠন করে; সার্চ কমিটির নামগুলো যাচাই-বাছাই করে নির্বাচন কমিশন গঠন করেছেন। এটাই ছিল গণতান্ত্রিক পদ্ধতির সবচেয়ে উত্তম পন্থা”, যোগ করেন আওয়ামী লীগ নেতা।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য বি. এম. ফরহাদ হোসেন সংগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বক্তব্য দেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন