ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ , ২১ ফেব্রুয়ারি ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
নিজস্ব প্রতিবেদকঃব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার আনিসুর রহমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার জেলা বিচারবিভাগ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন রাজনৈতিক দল, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনস এবং সর্বস্তরের জনগণ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
আপনার মন্তব্য লিখুন