মেঘনা নদীর উপরে আশুগঞ্জ রেল সেতুতে আগুন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ , ১৯ ফেব্রুয়ারি ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ব্রাহ্মণবাড়িয়ায় জেলার মেঘনা নদীর উপরে আশুগঞ্জ-ভৈরব সৈয়দ আব্দুল হালিম রেলসেতুর আশুগঞ্জ প্রান্তে বৈদ্যুতিক গ্রীড লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-চট্রগ্রাম-সিলেট রেলপথের সিলেট ও চট্রগ্রামমুখী ডাউন লাইনে প্রায় আধাঘন্টা ট্রেন চলাচল ব্যাহত হয়।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনটি রেল সেতু অতিক্রম করার পরপরই অগ্নিকাণ্ডের দৃশ্য যাত্রীদের নজরে আসে। এরপরই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সেতু দিয়ে সরবরাহ করা আশুগঞ্জ থেকে ভৈরব কুলিয়ারচর ৩৩ কেভি বিদ্যুতের গ্রীড লাইনে আগুন লাগে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে আশুগঞ্জ, ভৈরব ও নৌ ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টা চেষ্ট চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আপনার মন্তব্য লিখুন