আশুগঞ্জে রাত্রিকালীন ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ , ১৩ ফেব্রুয়ারি ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
মো.মিকাইল আহমেদঃব্রাহ্মণবাড়িয়ার অাশুগঞ্জের স্বনামধন্য ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি হাজী আব্দুল জলীল উচ্চ বিদ্যালয় মাঠে রাত্রিকালীন ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ খেলার উদ্ভোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হুমায়ূন কবির। খেলা পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন এলাকার সুপরিচিত মুখ, বাহাদুরপুর এর কৃতিসন্তান, ক্রীড়ামোদী জনাব এমরান হোসেন। চারিদিকে বসন্তের মাতাল হাওয়া, মাঠজুড়ে সোডিয়ামের অালো, বসন্তের কোকিল এর কুহুকুহু কলরব আর ক্ষণে ক্ষণে বেঁজে উঠছে রেফারির বাঁশি। সে এক অন্যরকম রোমাঞ্চকর পরিবেশ। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই দলবেঁধে দর্শকের অাগমণ। খেলার সাথে অারো উপভোগ্য ছিলো সোহাগপুর হতে অাগত এলাকার সকলের প্রিয়মুখ জনপ্রিয় ধারাভাষ্যকার মো. শামীমের কথার যাদু। বিনোদনমূলক ও শিক্ষামূলক ধারাভাষ্যে সারা মাঠ মাতিয়ে রাখেন তিনি। অাক্রমণ পাল্টা আক্রমণ অার টান টান উত্তেজনায় ম্যাচটি দর্শকদের মন কেড়ে নেয়। অধিনায়ক সাদমান অার অধিনায়ক পলাশের নেতৃত্বাধীন দুটি দল টাইগার্স বনাম লায়ন্স এর মধ্যকার জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ পর্যন্ত ১-০ গোলে শেষ হয়।
খেলাশেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার তুলে দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হুমায়ূন কবির। অারও উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার জনাব হেলাল খান ও আশুগঞ্জ বন্দরের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।
আপনার মন্তব্য লিখুন