পনের শতক জমিতে ৫ কেজি ধান, জলাবদ্ধতা সমস্যা নিয়ে বিপাকে কৃষক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ , ১৭ জানুয়ারি ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ওমর ফারুকঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বাহাদুরপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পার্শ্বে অবস্থিত বিস্তীর্ণ ফসলের মাঠ তলিয়ে যায় সামান্য বৃষ্টির পানিতে,
ধান ক্ষেতে জলাবদ্ধতা সমস্যা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। অপরিকল্পিত ভাবে বসতবাড়ি নির্মাণের ফলে আবাদী জমিতে পানি নির্গমন ব্যবস্থা ক্রমশ সংকুচিত হয়ে আসছে।বিএডিসির পানি নির্গমন খালের সাথে সংযোগ একরকম বন্ধ। মাসের পর মাস ফসলী জমিতে পানি জমে থাকায় আশানুরুপ ফসল পাচ্ছে না কৃষক। প্রায় পনের শতক জমিতে মিলছে মাত্র ৫ কেজি ধান! এ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। তাদের মাথায় পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ চান কৃষকেরা। ফসলের মাঠ সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় ধান ক্ষেতে জলাবদ্ধতার করুণ চিত্র। এ যেন ধান ক্ষেত ধান চাষ নয় মাছ চাষের উপযোগী ডোবা! কৃষকেরা বলছেন ধান ক্ষেতে জলাবদ্ধতা সমস্যা নিরসন করা গেলে অাবার সোনালী ধানে ভরে উঠবে ফসলী জমি। সুদিনের অাশায় দিন গুনছেন তারা। অাবার কবে গোলা ভরা ধান ঘরে তুলবেন। ফিরবে বাংলার কৃষকের সোনালী অতীত। ফুটবে কৃষকের মুখে হাসি।
আপনার মন্তব্য লিখুন