শপথ নিলেন সরাইল নবনির্বাচিত-৯জন চেয়ারম্যান
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ , ১৩ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। (১১ জানুয়ারি) মঙ্গলবার সকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথগ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা সভাপতিত্বে উপস্থিত ছিলেন,জেলা নির্বাচন কমিশনার মো. জিল্লুর রহমান,জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মো.আল মামুন সরকার, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল হক মৃদুল,প্রমুখ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক হায়াত- উদ-দৌল খাঁন।
শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন, উপজেলার সরাইল সদর ইউনিয়নে আব্দুল জব্বার,শাহজাদাপুর আছমা আক্তার,শাহবাজপুর খায়রুল হুদা বাদল, চুন্টা ইউনিয়নে মো.হুমায়ুন কবির,অরুয়াইল ইউনিয়ন মো.মোশারফ হোসেন, নোয়াগাঁও ইউনিয়ন মনসুর আহমেদ, কালিকচ্ছ ইউনিয়ন মো.সায়েদ মিয়া,পাকশিমুল ইউনিয়নে মো.কাউছার হোসেন, পানিশ্বর ইউনিয়ন মো.মোস্তাফিজুর রহমান (মিস্টার)।
আপনার মন্তব্য লিখুন