সরাইলে গীতা যজ্ঞ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ , ৭ জানুয়ারি ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইলে শ্রীমদ্ভগবদ গীতা যজ্ঞ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ডা.আশীষ কুমার চক্রবর্তী বলেন,গীতা আমাদের শিক্ষা দিয়েছে সঠিক পথে চলতে। তাই শুধু গীতা পাঠ করলে হবে না, সুশিক্ষায় নিজেকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে এবং দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে।
(৭ জানুয়ারি)শুক্রবার সকাল থেকে দিন ব্যাপী উপজেলার অরুয়াইলে শ্রী শ্রী মোহনলাল জিউর মন্দির গীতা শিক্ষা কেন্দ্রের উদ্যোগে ওই মন্দির প্রাঙ্গণে শ্রীমদ্ভগবদগীতা যজ্ঞ,ধর্মীয় সাধারণ জ্ঞান, গীতা পাঠ,ধর্মীয় সঙ্গীত প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা.আশীষ কুমার চক্রবর্ত্তী। শ্রী শ্রী মোহনলাল জিউর মন্দির কমিটির সভাপতি শ্রী বেণীমাধব রায়ের সভাপতিত্বে ও মোহনলাল জিউর মন্দির গীতা শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমন্ত চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা.অরুণ কুমার পাল,ডা. বিশ্বনাথ আচার্য, সরাইল উপজেলা শাখার ব্রাহ্মণ কল্যাণ সংঘের সভাপতি শ্রী প্রমথনাথ চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পুরোহিত শ্রী হরিশংকর চক্রবর্তী, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স চীফ জোনাল ম্যানেজার সুদীপ দত্ত তনু, সাংবাদিক নারায়ণ চক্রবর্তী প্রমুখ। তিনি এসময় অরুয়াইল মোহনলাল জিউর মন্দির গীতা শিক্ষা কেন্দ্রেকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
পরে ধর্মীয় সাধারণ জ্ঞান, গীতা পাঠ,ধর্মীয় সঙ্গীত প্রতিযোগিতা,শঙ্খধ্বনি, উলুধ্বনি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
আপনার মন্তব্য লিখুন