ব্রাহ্মনবাড়িয়ায় অসহায় পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ , ৭ জানুয়ারি ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মনবাড়িয়ায় ১২০টি অসহায় পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে জেলা পরিষদের সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই উপহার বিতরণ করা হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রকৌশলী হামিদুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, বর্তমান সহ-সভাপতি ইব্রাহিম খান সাদত, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, বর্তমান যুগ্ম সম্পাদক রিয়াজ আহম্মেদ অপু, কোষাধক্ষ্য মোঃ শাহজাদা, দপ্তর সম্পাদক মোঃ শাহজাহান সাজু, সাবেক কোষাধক্ষ্য আশিকুল ইসলাম, প্রেসক্লাবের কার্যকরী সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ, পৌর কাউন্সিলর মীর মোঃ শাহীন প্রমুখ। এসময় বক্তারা বলেন, চলমান পরিস্থিতিতে সমাজের বিত্তশীলরা তাদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসলে অসহায় ও দরিদ্র মানুষের কিছুটা হলেও ক্ষুধা নিবারণ হবে।
আপনার মন্তব্য লিখুন