ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে এক যুবক আইসোলেশনে
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ , ৫ জানুয়ারি ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
নিজস্ব প্রতিবেদকঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে করোনা আক্রান্ত এক যুবককে (৩৫) আইসোলেশনে পাঠানো হয়েছে।
বুধবার (৫ জানুয়ারি) দেশে ফিরলে স্বাস্থ্য পরীক্ষার কাগজ যাচাই করে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে তাকে রাখা হয়। ওই যুবকের বাড়ি রংপুর জেলায় বলে জানা গেছে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ আব্দুল হামিদ জানান, ওই যুবকের স্বাস্থ্য পরীক্ষার কাগজ যাচাই করে কোভিডে আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে। পরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাকে হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. একরাম উল্লাহ জানান, গত অক্টোবর মাসে ওই যুবক ভারতে যান। তিনি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত কি না সেটি পরীক্ষা করা হবে।
আপনার মন্তব্য লিখুন