২৩তম জাতীয় সমাজসেবা দিবস ২০২২ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ , ২ জানুয়ারি ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি, ২৩তম জাতীয় সমাজসেবা দিবস ২০২২ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় “মুজিব বর্ষের সফলতা ঘরেই পাবেন সকল ভাতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আঃ কাইয়ুম এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সিভিল সার্জন ডাঃ মোঃ একরামুল্লাহ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ। এসময় বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির কল্যাণে সামাজিক নিরাপত্তা কর্মস‚চির ভাতা জিটুপি পদ্ধতিতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে মানুষের দোড়গোড়ায় পৌঁছে যাচ্ছে। তবে প্রকৃত দরিদ্ররা যাতে সরকারের এসব কর্মস‚চির সুফল ভোগ করতে পারে, সে বিষয়ে সবাইকে সচ্ষ্টে থাকতে হবে। সভায় ৩২ জনকে ক্ষুদ্র ঋণের আওতায় বিনাসুদে ক্ষুদ্র ব্যবসা করা জন্য ১৪ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
আপনার মন্তব্য লিখুন