ব্রাহ্মণবাড়িয়ায় এস,এস, সি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ, পাশের হার ৯৬.৭০ শতাংশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ , ৩০ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
নিজস্ব প্রতিবেদকঃব্রাহ্মণবাড়িয়ায় এস,এস,সি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশাকরা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন বিদ্যালয় থেকে পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়। এ বছর জেলা থেকে পাশের হার ৯৬.৭০ শতাংশ। পরীক্ষার ফলাফল অনুযায়ী জেলা থেকে এই বছর ২৩৬ টি বিদ্যালয়ের ৩২ হাজার ৬২১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৩১ হাজার ৫৪৫ জন। এর মধ্যে জি.পি.এ -৫ পেয়েছে ১ হাজার ৯০৪ জন। জেলা ফলাফলের দিক থেকে শীর্ষে রয়েছে অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়। ঐতিহ্যবাহী এই স্কুল থেকে ৩১৭ জন পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করে এবং জিপিএ-৫ পেয়েছেন ১৪৬ জন শিক্ষার্থী। এদিকে ফলাফল ঘোষনার পর শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘ অপেক্ষার সন্তানদের ভাল ফলাফলে তারা বেশ খুশি। অভিভাবকরা জানান, করোনা মহামারির কারণে দীর্ঘ দিন লেখা পড়া ব্যাহত হওয়ার পরও ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় ভাল ফলাফল করাটা অত্যন্ত ইতিবাচক। সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণেই শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রমের গতিশীলতা ধরে রাখতে পেরেছে।
আপনার মন্তব্য লিখুন