ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বীরেরমুখে বীরগাঁথা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ , ৩০ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে “বীরেরমুখে মুক্তিযুদ্ধের বীরগাঁথা শোনা” শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মুক্তিযোদ্ধের বীরগাঁথা শোনান যুদ্ধকালীন গেরিলা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। এ সময় তিনি শিক্ষার্থীদের সামনে ৬৯ এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং দেশের স্বাধীনতায় বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সভাপতি মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সাংবাদিকসহ স্থানীয় সুধীজন অংশগ্রহন করেন।
আপনার মন্তব্য লিখুন