ব্রাহ্মণবাড়িয়ায় যুবক হত্যা, অভিযুক্ত আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ , ২৪ ডিসেম্বর ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি:ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরে কাজিপাড়ায় ৪০০ টাকা পাওনার ঘটনাকে কেন্দ্র করে হোসেন মিয়ার ছুরিকাঘাতে রোমান মিয়ার (২০) যুবকের মৃত্যু হয়েছে।
শুত্রুবার রাতে ছুরিকাঘাতে নিহত যুবক ঐ এলাকার আব্দুর রহমানের ছেলে। সে কসাইর কাজ করতেন। এ ঘটনার পরই অভিযান পরিচালনা করে অভিযুক্ত কসাই হোসাইনকে আটক করেছ পুলিশ।
নিহতের পরিবার ও স্হানীয়রা জানান,নিহত রোমানের বন্ধু শান্ত বলেন, রোমানের কাছে বন্ধু হোসাইন ৪০০ টাকা পেত। এই জের ধরে সন্ধ্যায় স্থানীয় কাজীপাড়ার দরগা মহল্লার চা স্টলে গিয়ে কোন কথা না বলেই হোসাইন বুকে ছুড়ি মারলে রোমান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম হত্যার নিশ্চয়তা করে বলেন, রোমানকে ছুরিকাঘাত হত্যা করে এবং এ ঘটনায় অভিযুক্ত হোসাইনকে আটক করা হয়েছে। মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মন্তব্য লিখুন