ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ , ২৪ ডিসেম্বর ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি:ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামের আউটার এলাকায় ‘ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব, চেম্বার অব কমার্সের সহসভাপতি কাজী জাহাঙ্গীর, আওয়ামীলীগ নেতা মোঃ শাহ আলম, মোঃ বাবুল মিয়া প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিল্প ও বাণিজ্যের বিকাশের ক্ষেত্রে এ ধরণের মেলার ভূমিকা বেশ তাৎপর্যপূর্ণ। তবে মেলায় দেশীয় পণ্যের সমাহার বাড়ানো গেলে দেশের সামগ্রীর প্রতি সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি পাবে। এতে দেশের শিল্প ও অর্থনীতি সমৃদ্ধ হবে। পরে অতিথিবৃন্দ বাণিজ্য মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত ব্যবসায়ীদের অংশগ্রহনে ইলেক্ট্রনিক্স, দেশীয় হস্তশিল্প সামগ্রীসহ বিভিন্ন পণ্যের শতাধিক স্টল প্রদর্শন করা হয়। মেলার প্রথম দিন থেকেই দর্শনার্থীদের ব্যাপক ভীড় জমে উঠে।
আপনার মন্তব্য লিখুন