বিজয়নগর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক গ্রেপ্তার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ , ২১ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায়, বিস্ফোরক মামলার পলাতক আসামী গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের আলী আকবর এর ছেলে ছাত্রদল নেতা শাহরিয়ার নাজীম জনি(৩০)
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, সেপ্টেম্বর ২০১৮ সালের ৩৫৩/৩৩২/১৮৬ পেনাল কোডে মামলা নং-২৮ জিআর বিজয়নগর, উক্ত মামলায় সে ওয়ারেন্ট ভুক্ত আসামী। এএসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স ১৬ ডিসেম্বর ভোর সকালে তাকে গ্রেপ্তার করে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।
এ বিষয়ে এএসআই নাসির উদ্দিন বলেন, জনি দীর্ঘদিন পলাতক ছিলেন কিন্তু তাকে ধরার জন্য আমরা চেষ্টায় ছিলাম। পূর্বে বেশ কয়েকবার আটকের চেষ্টা করা হলেও সে কৌশলে পালিয়ে যায়। আমাদের কাছে তথ্য ছিল যে সে চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছে এবং সেখান থেকে তার দলীয় সকল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বিজয়নগর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচকে কেন্দ্র করে সহিংসতা ছড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন করতে কুচক্রী মহলের ডাকে সাড়া দিয়ে সে এলাকায় আসতে পারে বলে একটি বিশেষ সূত্র আমাদের নিশ্চিত করে। তখন থেকে আমরা তার মোবাইল ফোন ট্রেক করে সার্বক্ষনিক তার উপর নজর রাখতে শুরু করি। পরিশেষে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ১৬ ডিসেম্বর ভোরে বিজয়নগর উপজেলার মির্জাপুর মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উক্ত বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোঃ হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জনি ওয়ারেন্টভুক্ত আসামী। তাকে গ্রেপ্তার করে ইতিমধ্যে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ভিন্ন এক তথ্য সূত্রে জানা যায়, ধূর্ত আসামী জনি তার আসল নাম গোপন করে “শাহরিয়ার নাজীম (জনি)” নামে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে তার রাজনৈতিক প্রচারণা চালাতেন। এলাকার সবাই তাকে এই নামেই চিনেন। কিন্তু তার আসল নাম “মোঃ হেকমত আলী”। তিনি চট্টগ্রামে (সিইপিজেড) অবস্থিত জাপানি মালিকানাধীন “বিএমএস রোপ কোম্পানি লিমিটেড” এ অ্যাকাউন্স অফিসার হিসেবে চাকুরী করছেন। এই বিষয়ে জানতে চেয়ে উক্ত প্রতিষ্ঠানের কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
আপনার মন্তব্য লিখুন