সুমাইয়া ও মেহরাবের জন্মদিন কেক কেটে পালন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ , ১৭ ডিসেম্বর ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) আজ ১৬ ডিসেম্বর সুমাইয়া ও মেহরাবের শুভজন্মদিনে ছোট্ট মেহজাবিন বলে, কিন্তু মুখ ফুটে কি বলা যায়? তবু মনটা আঁকুপাঁকু করে কখন সবাই আমাকে কেকের সামনে দাঁড় করাবে? এরপর সুর করে বলতে থাকবো আপু ভাইয়ার হ্যাপি বার্থডে টু ইউ। তাদের পাশে থেকে
আমি এক ফুঁতে সব মোমবাতি নিভিয়ে এক কোপে আস্ত কেকটা কাটব। জন্মদিনের দিন যদি একটা আস্ত কেক কাটা না যায়, তবে অন্যদিনের চেয়ে এই দিনটা আলাদা হলো কী করে? তাই লম্বা হোক বা খাটো হোক, গোলগাল হোক বা চ্যাপ্টা হোক জন্মদিনে কেক চাই-ই চাই। ভ্যানিলা কেক, চকোলেট কেক, চিজ কেক, ব্ল্যাক ফরেস্ট কেক। উফফ! কেকের কথা মনে হতেই জিবে পানি চলে আসে। তাই জন্মদিন আজ আপু ভাইয়ার খেতেও মজা।
ইতিহাস ঘেঁটে জানা যায়,বহু বহু আগে থেকেই কিন্তু জন্মদিন পালন হতো। রাজা-বাদশাহদের যুগে তাদের জন্মদিন খুব জাঁকজমক করে পালন করা হতো। কারণ, তখন এমনটা ভাবা হতো যে বড় বড় মানুষদের পিছে সব সময় দুষ্ট আত্মা বা অশুভ শক্তি ঘুরঘুর করে। নতুন বছরে রাজা-মহারাজার যেন কোনো ক্ষতি না হয়, তাই শয়তান তাড়াতেই জন্মদিন করা হতো। তবে অনেক বছর আগে থেকেই কেকের প্রচলন রয়েছে।
আজ বৃহস্পতিবার রাতে সরাইল উপজেলা সদর উচালিয়া পাড়া গ্রামের সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিনের বড় মেয়ে সুমাইয়া মাপি ও একমাত্র ছেলে মো. মেহরাব উদ্দিন মুয়াজের শুভজন্মদিন কেক কেটে ঘরোয়া পরিবেশে নিজ বাড়িতে পালন করা হয়েছে। তাদের মাথা রাবেয়া বেগম।সুমাইয়া মাহি বীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। মো. মেহরাব উদ্দিন সরাইল আলিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
প্রিয় দুই সন্তানের জন্মবার্ষিকীতে বাবা তাসলিম উদ্দিন ও মা রাবেয়া বেগম সকল আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খীদের নিকট “মাহিও মেহরাবের” সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় দোয়া চেয়েছেন।
আপু ভাইয়ার জন্মদিনে শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন তার ছোট্ট বোন মেহজাবিন।।
আপনার মন্তব্য লিখুন