মেহজাবিন বাবা গোরস্থানের গাছ কেটেছে কেন? স্বপ্ন দেখে !
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ , ১৭ ডিসেম্বর ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) মেহজাবিনের আপু ভাইয়ার জন্ম দিন, জন্মদিনের কিছু কেনাকাটা করতে বিকালে বাজারে যাওয়া। বাজারে ঢুকতে অন্নদা চৌরাস্তায় রিকশা যানজটে আটকে মেহজাবিন গোরস্থানে দিকে চোখ পড়তে বলে বাবা, দেখেন গোরস্থানের গাছের ডালপালা কেটেছে কেন?
সারা গোরস্থানে ডালা গুলো পড়ে আছে।মারে কয়েক দিন আগে গোরস্থানের তিনটি গাছের ডালপালা কেটে ফেলে রেখেছে। এ গোরস্থানের গাছ কে কাটলো, কেন কাটলো, কি সুন্দর তিনটি গাছ সারা কবরস্থানের জায়গা ছায়া দিয়ে ছিল কবরস্থান জুড়ে।
মেহজাবিন বলে বাবা, সরাইল উপজেলার অন্নদা মোড়ে সিএনজি স্টেশনের পাশে আদি অনেক যোগ আগের গোরস্থান, এ গোরস্থানে শুয়ে আছেন সরাইল পরগনার ঐতিহাসিক ব্যক্তিবর্গগণ। গোরস্থানটি সরাইল উপজেলার প্রবেশ পথে তার মধ্যে ইতিহাস ঐতিহ্যের দিকে অনেক গুরুত্ব বহন করে। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এবং বড় বড় তিনটি গাছের ডালপালা কেটে গোরস্থানে চার দিকে ছড়িয়ে-ছিটিয়ে রেখেছে এটা কিভাবে সম্ভব বাবা। মেহজাবিন বলে বাবা গত কয়েকদিন আগে আমি আম্মুর সাথে বাজারে আসছি লাম দেখি এখানে এসিল্যান্ড ম্যাডামের গাড়ি আরো ভূমি অফিসের কর্মকর্তা গণ। আমি রিকশায় বসে দেখেছি উনি ঢোকার পরে অনেকে গোরস্থানে যারা গাছকাটার কাজ করছিল তারা দূরে পালিয়ে গেছে আর উনি বাধা দিয়ে আসছেন। বাবা আপনি ফোন করে জানেনতো বর্তমান গোরস্থানের গাছের কি অবস্থা। মারে আমি ফোন দিব।মেহজাবিন বলে বাবা ইউএনও স্যার এ বিষয়ে কি বলেন জানা দরকার।
মেহজাবিন বাবাকে এমন করে বলার সময় কবরস্থানে পাশে রাস্তায় ষাটের ঊর্ধ্বে মজনু মিয়া নামের একজন বলেন, মারে তোমার আব্বাকে কি বলতেছো, সরাইলের এ কবরস্থানে বহু নামকরা মানুষকে দাফন করা হয়েছে। কিছু দিন আগে দেখেছি অনেক পুরনো কবরস্থানের চিহ্নিত স্মৃতি গুলো ভেঙ্গেছে। গত কয়েক দিন আগে দেখলাম গাছ কাটার সময় সরকারি লোকজন বাঁধা দিয়েছে। আমার মনে হয়, যে ভাবে কবরস্থানের গাছ কাটা শুরু করেছে। তারা মনে হয় স্বপ্ন দেখেছে যার জন্য এমন করে কবরস্থানের গাছ কাটার হিড়িক লেগেছে !
এদিকে জানাযায়, তৎকালীন সরাইল পরগনার বার ভূইয়াদের শ্রেষ্ঠ ঈশা খাঁ এর বাবা সুলাইমান খান এর কবর। এছাড়া এলাকার অনেক ব্যক্তির নাম না জানা আল্লাহ ওয়ালাদেরকে কবরস্থ করা হয়েছে। সেই দিক দিয়ে কবরস্থানটি সকলের কাছে অনেক গুরুত্ব বহন করে।ব্রাহ্মণবাড়িয়া সরাইলে কোন প্রকার সরকারী অনুমোদন ছাড়াই কবর স্থানের তিনটি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়,উপজেলার সদর ইউনিয়নের অন্নদা চৌরাস্তা মোড়ের নামক গত কয়েক দিন আগে কবর স্থানের শত বছরের পুরনো গাছ কাটার খবর পেয়ে সরাইল উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ফারহানা নাসরিন গাছ কাটায় বাঁধাদেন বলে উপজেলা প্রশাসন জানিয়েছেন।এ ব্যপারে সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন বলেন, কবরস্থানের গাছ কাটার খবর পেয়ে বাঁধা দিয়েছি। অবৈধভাবে যারা গাছ কেটেছে তাদেরকে আইনের আয়ত্তে আনা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল হক মৃদুল জানান,গাছ কাটার বিষয়ে কোন প্রকার অনুমতি ছাড়া কেউ গাছ কাটতে পারেনা, যেহেতু তারা অবৈধ উপায়ে গাছগুলো কেটেছে,সেহেতু তাদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি বলেন, কবরস্থানের গাছ কাটতে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন।
আপনার মন্তব্য লিখুন