সরাইলে নির্বাচনী আচরণ ভঙ্গ করায় ২০ প্রার্থীকে অর্থদণ্ড
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ , ২২ নভেম্বর ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)আসন্ন ২৮ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া সরাইলে অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। নির্বাচনী আচরণবিধি তদারক করতে সরাইল উপজেলায় পরিচালিত হয়েছে মোবাইল কোর্টের অভিযান। এতে ২০ প্রার্থীকে মোট এক লাখ ৩৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। সোমবার(২২ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা বিভিন্ন এলাকায় ইউনিয়নে নির্বাচন আচরণবিধি তদারক করে মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট পরিচালনা করেন,
ভ্রাম্যমান আদালতের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.সামিন সারোয়ার।
এ বিষয়ে আজ সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আরিফুল হক মৃদুল বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১ লাখ ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মোবাইল কোর্টের অভিযানে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় ২০প্রার্থীকে ১ লাখ ৩৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।
আপনার মন্তব্য লিখুন