ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের টিকা প্রদান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ , ১৭ নভেম্বর ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি:করোনার সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ফাইজারের টিকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের বিরাসারস্থ বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। শিক্ষার্থীরা উৎফুল্লতার সাথে টিকা গ্রহন কার্যক্রমে অংশ নেয়। এ সময় জেলা প্রশাসক বলেন, করোনার হাত থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে বর্তমান সরকারের সুদূর প্রসারী ভাবনা থেকেই শিক্ষার্থীদের দ্রæত টিকার আওতায় আনা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এইচ,এসসি পরীক্ষার্থীদের করোনার টিকা প্রদান করা হচ্ছে। তবে টিকার এই কার্যক্রম যাতে সুচারুভাবে সম্পন্ন হয় সেদিকে সংশ্লিষ্টদের বিশেষ নজড় রাখতে হবে। বিশেষ করে কোন শিক্ষার্থীই যাতে ভুলবশত একাধিক ডোজ না নেয় সেদিকে সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি, শিক্ষার্থীদের দায়িত্বশীলতার সাথে টিকা গ্রহনের জন্য আহবান জানান। টিকা প্রদানকালে সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ, বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজে কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত টিকা প্রদান চলবে। জেলার ৯টি উপজেলায় প্রায় ১৬ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে প্রথম ডোজ ফাইজার টিকার আওতায় আনা হবে। পরীক্ষার পর ২য় ডোজ দেয়া হবে।
আপনার মন্তব্য লিখুন