ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযানে ৯২৫ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ , ৭ নভেম্বর ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি:ব্রাহ্মণবাড়িয়ায় ৯২৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। রবিবার সকালে পৌর শহরের পশ্চিম মেড্ডা নোয়াপাাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে মাদকগুলো জব্দ করা হয়। তবে এ সময় মাদক বহনকারীরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা যায়নি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল শহরের পশ্চিম মেড্ডা নোয়াপাাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে ৯২৫ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকার জব্দ করে। আমাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী পালিয়ে যাওয়ায় কাউকে আটকে করা যায় নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার মন্তব্য লিখুন