১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সকল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে আগামীকালের মানববন্ধন সফল করতে নাগরিক ফোরামের আহবান

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ , ৮ অক্টোবর ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

ব্রহ্মনবারিয়া নাগরিক ফোরাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সংস্কার ও অবিলম্বে সকল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে, জেলা নাগরিক ফোরামের উদ্যোগে চলমান কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ৯ অক্টোবর শনিবার, সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন চত্বরে এক শান্তিপূর্ন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বসাধারণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি পীযূষ কান্তি আচার্য ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত।

উল্লেখ্য গত ২৬ মার্চ হেফাজতের তাÐবের ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশন সংস্কার ও সকল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে জেলা নাগরিক ফোরাম নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বিগত ২৫ সেপ্টেম্বর প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ১৫ দিনের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচির আল্টিমেটাম প্রদান করা হয়। ইতিমধ্যে উক্ত দাবি পূরণ না হওয়ায় পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ৯ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন চত্তরে এক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2021
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আরও পড়ুন