বিজয়নগরে বাস চাপায় মাদ্রাসা ছাত্র নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ , ৮ অক্টোবর ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুল ইসলামআকন্ঞ্জি:ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস চাপায় সাফায়েত উল্লাহ(১০) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।
শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বুধন্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফায়েত হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার চমুকপুর গ্রামের দক্ষিন পাড়া এলাকার জাহিদ মিয়া ছেলে।
নিহত পরিবার ও সহপাঠীদের সূত্রে জানা যায়,
সাফায়েত নরসিংদী জেলার রায়পুরা উপজেলার টকিপুরা কওমি ইসলামীয়া মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর বুধন্তী নামক স্থানে জুম্মার নামাজ পড়ার জন্য মহাসড়কের পাশে একটি মসজিদের সামনে বাসটি থামানো হয়। নামাজ শেষে রাস্তা পার হবার সময় একটি বাসের নীচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তার সহপাঠীরা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল-মামুন মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। বাসটি আটকের চেষ্টা চলছে।
আপনার মন্তব্য লিখুন