রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় আরো ২ জন্য আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ , ২ অক্টোবর ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
উখিয়া প্রতিনিধি: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় আরো দুজন রোহিঙ্গাকে আটক করেছে ১৪ এপিবিএন সদস্যরা। আটকরা হচ্ছেন—জিয়াউর রহমান ও আব্দুস সালাম।
শুক্রবার (১ অক্টোবর) মধ্যরাতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি টিম উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করে। দুজনকে রাতেই উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে এপিবিএন।
ক্যাম্প নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ এপিবিএনের পুলিশ সুপার নাঈমুল হক শনিবার সকালে দুজন রোহিঙ্গা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে এপিবিএনের সদস্যরা মোহাম্মদ সেলিম প্রকাশ লম্বা সেলিমকে আটক করেছিল। পরে তাকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল। এ নিয়ে মুহিব্বুল্লাহ হত্যার ঘটনায় তিন সন্দেহভাজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন