মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ , ২১ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় মোস্তফা সরকার (৬৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা শহরের কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর ফাটাপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা সরকার কসবা উপজেলার বিনাউটি ইউপির ভরাজাঙ্গাল গ্রামের আব্দুল রশিদ সরকারের ছেলে।
নিহতের ছেলে রুবেল সরকার বলেন, ‘আমার দুই ভাগনি জেলা শহরের ভাদুঘর মহিলা মাদরাসায় থেকে পড়ালেখা করে। বিকেলে আমার ভাগনিদের দেখতে ও তাদের মাদরাসার খরচ দেওয়ার জন্য বাবা কসবার তিনলাখপীর থেকে সিএনজি যোগে ভাদুঘরে এসে নামেন। পরে রাস্তা পার হওয়ার সময় আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরমুখী একটি বেপরোয়া মোটরসাইকেল বাবাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
আপনার মন্তব্য লিখুন