ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উদ্যোগে আবারও বেওয়ারিশ লাশের দাফন সম্পন্ন
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ , ১৮ সেপ্টেম্বর ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের সদস্যদের নিয়ে আবারও একটি বেওয়ারিশ লাশের জানাযা ও দাফনকাজ সম্পূর্ণ করা হয়েছে।
গতকাল কসবার মন্দবাগ রেলস্টেশনের পাশ থেকে ৩৫ বছর বয়সী এক ব্যক্তির বেওয়ারিশ লাশের জানাযা ও দাফনকাজ সম্পূর্ণ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রধান উপদেষ্টা ডা. শওকত হোসেন স্যারের সহযোগিতায় সংগঠনের সদস্যদের নিয়ে শুক্রবার মাগরিবের নামাযের পর মেড্ডা স্যার গুদামের খালি যায়গায় বেওয়ারিশ লাশের জানাযা পড়া শেষে মেড্ডা কবরস্থানে একটি কবর কুঁড়ে বেওয়ারিশ লাশের দাফনকাজ সম্পূর্ণ হয়।
বাতিঘরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী আহজার জানান বাতিঘর এভাবে মানুষের জন্য নিঃস্বার্থ ভাবে কাজে করে যাবে।
আপনার মন্তব্য লিখুন