১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরীর অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জড়িমানা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ , ৮ সেপ্টেম্বর ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি :ব্রাহ্মণবাড়িয়ার অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরীর অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট অরবিন্দ বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরীর অভিযোগে ভোক্তা অধিকার আইনে আনন্দ বেকারীকে ২৫ হাজার টাকা, নন্দন বেকারীকে ৩০ হাজার টাকা ও রাসেল বেকারীকে ২০ হাজার টাকা জড়িমানা করা হয়। অভিযানে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও স্কোয়ার্ড কমান্ডার মোহাম্মদ আলী আক্কাছ সদস্যরা র‌্যাব ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট অরবিন্দ বিশ্বাস জানান, সবগুলো প্রতিষ্ঠানেই নোংরা পরিবেশ ও গার্মেন্টস ফ্যাক্টিরির রং, নিন্ম মানের তৈল ব্যবহার করে খাদ্য দ্রব্য উৎপাদন করা হচ্ছিল। যা মানবদেহের জন্য ক্ষতিকর। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আরও পড়ুন