সিসি ক্যামেরার ফুটেজে ফিরে পেল হারিয়ে যাওয়া মূল্যবান জিনিসপত্র
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ , ৭ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)সিসি ক্যামেরার ফুটেজে ফিরে পেল হারিয়ে যাওয়া মূল্যবান জিনিসপত্র সিসি ক্যামেরার মাধ্যমে স্বর্ণ, নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র ফিরে পেলেন সবুজ চন্দ্র দাস নামের এক ব্যাক্তি। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা ৫০ শষ্য স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। সম্প্রতি সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সিসি ক্যামেরার আওতায় আনা হয়। এদিকে হারিয়ে যাওয়া মালামাল ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।জানা গেছে, সরাইল বনিক পাড়ার বাসিন্দা সবুজ চন্দ্র দাস রোগী নিয়ে সিএনজিযোগে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। নেমে যাওয়ার সময় তার সাথে থাকা ব্যাগ সিএনজিতে ফেলে রেখে যান। ওই ব্যাগে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান কাগজপত্র ছিল। কিছুক্ষণ পর ব্যাগ না পেলে অনেক খোঁজাখুঁজি করলেও না পেলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবহিত করেন। পরে তারা সিসি ক্যামেরার ফুটেজ দেখে সিএনজির ড্রাইভার সাথে যোগাযোগ করলে সিএনজির চালক মালসহ সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা বিভাগ কর্মকর্তা ডা. মো. নোমান মিয়ার অফিসে মালিকের নিকট হারিয়ে যাওয়া ব্যাগটি ফেরত দেন।হারিয়ে যাওয়া ব্যাগটি ফেরত পাওয়ায় ব্যাগের মালিক ও স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
আপনার মন্তব্য লিখুন