সরাইলে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আ’লীগের মিলাদও দোয়া মাহফিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ , ২২ আগস্ট ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল ( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভয়াল ২১শে আগস্টের গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ নিহত নেতা-কর্মীদের আত্বার মাগফেরাত কামনায়, (২১ আগস্ট) শনিবার যোহর নামাজ শেষে সরাইল উপজেলার কেন্দ্রীয় শাহী জামে মসজিদে সকল মুসল্লিদের উপস্থিতিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উক্ত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন,শাহী মসজিদের পেশ ঈমাম মোহাম্মদ আশিকুর রহমান।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এড. নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুর রাশেদ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য এড. জয়নাল উদ্দিন জয়, মো. মোস্তাফিজুর রহমান,আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম মন মিয়াসহ আওয়ামী লীগ ওঅঙ্গ-সংগঠনের অন্যান্য নেতা-কর্মী ও মুসল্লিগণ উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন