ব্রাহ্মণবাড়িয়ায় চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ , ২০ আগস্ট ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি :ব্রাহ্মণবাড়িয়ায় শাহীন মিয়া (২৫) নামের এক চালককে হত্যার পর ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গেছে ছিনতাইকারীরা।গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত দেড়টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক শাহীন মিয়া জেলা শহরের মেড্ডা মৌভাগ এলাকার জাকির হোসেনের ছেলে।
সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম বলেন, শাহীন রাতে জেলা শহরে অটোরিকশা চালায়। বৃহস্পতিবার রাতে যাত্রীবেশে উঠে তার অটোরিকশাটি উলচাপাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ছুরিকাঘাতে হত্যার পর অটোরিকশাটি ছিনতাই করা হয়।
ওসি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য লিখুন