১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ , ৫ আগস্ট ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল দশটায় প্রথমে

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও এগারোটায় ভার্চুয়াল আলোচনা।অনুষ্ঠিত আলোচনায় বক্তারা বলেন,
সপরিবারে জাতির পিতার নির্মম হত্যাকাণ্ডের যারা প্রেক্ষাপট রচনা করেছিলো, যাদের ইন্দনে বা নেপথ্যে থেকে নির্দেশ দিয়েছিল, এই নির্মম হত্যার সাথে জড়িত,
তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন অনেকে। তারা বলেন, স্বাধীনতা পর যারা জন্ম গ্রহন করেছেন তারা অনেকে শেখ কামালের জীবনের অনেক কিছু তারা জানেনা। এমন অনুষ্ঠানের মাধ্যমে নতুন
প্রজন্ম উনার সম্পর্কে জানার সুযোগ হবে। বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল নতুন প্রজন্মের নিকট অনুপ্রেরণা হবেন বলে অনেক বক্তরা বলেন,বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজিত ভার্চুয়াল আলোচনায় সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড ফারহানা নাসরিন। সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এড. নাজমুল হোসেন, সরাইল উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা ডা. মো. নোমান মিয়া, উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান মো. আবূ হানিফ, উপজেলা পরিষদ মহিলা- ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম,সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলী. উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. নাজমা বেগম, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোছা. নিলুফা ইয়াছমিন। উপজেলা জনস্বাস্হ্য প্রকৌশলী মো. মুঘবুল হোসেন,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য এড. মো. জয়নাল উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান,মো. কায়কোবাদ, আওয়ামীলীগ নেতা মো. মাহফুজ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. আমিন খান, মো. বিলাল মিয়া প্রমুখ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে তারা আরও বলেন, ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।১৯৭৫ সালের ১৫ই আগস্ট ২৬ বছর বয়সে বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে নিহত হন শেখ কামাল।বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল বাংলাদেশ ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী ছিলেন। আজ উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে ব্রাহ্মণবাড়িয়া-৩১২সংরক্ষিত মহিলা আসনের এমপির পক্ষে, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ,সরাইল থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়। বৃহস্পতিবার ভার্চুয়াল আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান শেষে জোহর নামাজে বিভিন্ন মসজিদে কোরআন খতম ও দোয়া অনুষ্টিত হয়েছে

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

August 2021
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন