সর্বস্তরের মানুষকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন এমপি শিউলি আজাদ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ , ১৮ জুলাই ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সর্বস্তরের মানুষকে ( সরাইল- আশুগঞ্জ) এলাকাবাসীসহ সমস্ত বিশ্বের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অগ্রীম ঈদ-মোবারক জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া – ৩১২ সংরক্ষিত আসনের সাংসদ ও সরাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ।
রোববার (১৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে ঈদের ত্যাগ ও আনন্দ একে অপরের সাথে ভাগাভাগি করে নিতে হবে। আত্মত্যাগ এবং আল্লাহর প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আযহা। কোরবানির এই ত্যাগের মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সুন্দর পৃথিবীতে শান্তি ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।শুভেচ্ছা বার্তায় এমপি শিউলি আজাদ বলেন, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সাম্য, মৈত্রী আর সম্প্রীতির অনন্য বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারো এসেছে পবিত্র ঈদুল আযহা(কুরবানীর ঈদ) ‘খুশির ঈদ’। তবে এবারের ঈদ পালন করতে হবে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে, অচেনা আমেজে। মহামারি করোনা সংক্রমণরোধে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখেই এবার ঈদের আনন্দ উপভোগ করবো। ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে যেন সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি ভুলে না যাই, সেদিকেও সকলকে খেয়াল রাখতে হবে।
ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়। সরকারের নির্দেশনা মেনে সকলেকে মাক্স পড়ার আহবান করে,এমপি বলেন সরাইল- আশুগঞ্জ আসনের সকল জনগণ,বাংলাদেশ আওয়ামীলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের ও দেশবাসীর অনাবিল সুখ-শান্তির পাশাপাশি পবিত্র ঈদুল আযহা নিয়ে আসুক মহামারীমুক্ত এক সুন্দর পৃথিবী সেই প্রত্যাশা’ সকলের কল্যাণ কামনা করে,তিনি ঈদ শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানানোর পাশাপাশি পরস্পরের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।
আপনার মন্তব্য লিখুন