ব্রাহ্মণববাড়িয়া ভুল চিকিৎসায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মৃত্যু।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ , ১০ জুলাই ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভুল চিকিৎসায় অয়ন (২২) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। শুক্রবার (৯ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের রাণীখার গ্রামে এ ঘটনা ঘটে।
অয়ন রাণীখার গ্রামের আমান উল্লাহর ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মৃতের বোনজামাই জানান, বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে অয়নের ডায়রিয়া শুরু হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে শুক্রবার রাত ১০টার দিকে পল্লী চিকিৎসক হুমায়ূন কবিরের কাছে নেয়া হয়। তিনি তাকে সোডিয়াম স্যালাইন ও ওরাডক্স নামের ইনজেকশন দেন। এতে সঙ্গে সঙ্গে তার খিচুনি শুরু হয়ে নাক-মুখ দিয়ে লালা বের হতে থাকে। তাৎক্ষণিকভাবে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পরই তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক নাজমুল হক বলেন, খিচুনি অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিলো। অবস্থা গুরুতর হওয়ার কারণে তাকে ঢাকা পাঠানোর কথা বলা হয়। এরই মধ্যে সে মারা যান। ধারণা করা হচ্ছে, তাকে যে ইনজেকশন দেয়া হয়েছে তার পার্শ্বপ্রতিক্রিয়ায় ছেলেটির মৃত্যু হয়েছে।
আপনার মন্তব্য লিখুন