ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের মামলায় মাদক ব্যবসায়ী খোকন গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ , ৪ জুলাই ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডবের ঘটনায় খোকন খন্দকার (৩৭) নামের মাদক মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের পশ্চিম পাড়া মোল্লা বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত আবরু মিয়া খন্দকারের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (অপারেশন) মোঃ সোহরাব আল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল ঘাটুরা গ্রামে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সদর থানায় পূর্বের মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তিনি আরো জানান, আমরা ভিডিও ফুটেজ ও স্থির চিত্র দেখে ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবের ঘটনায় জড়িত থাকায় তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে সদর থানায় পূর্বের মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। রবিবার বিকেলে তান্ডবের দুটি মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগ্রারে প্রেরণ করা হয়। এদিকে স্থানীয় গ্রামবাসী জানায়, সে সদর থানার এস আই জাহাঙ্গীর এর সোর্স হিসেবে কাজ করার আড়ালে মাদক বিক্রী করত। কেউ বাধা দিতে গেলে উল্টো মামলা দিয়ে সে হয়রাণি করত। তার গ্রেফতার হওয়াতে এলাকাতে ¯^স্তি নেমে এসেছে।
আপনার মন্তব্য লিখুন