সুনামগঞ্জে কঠোর লকডাউনের সঙ্গে বৃষ্টিতে ঘরবন্দি মানুষ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ , ২ জুলাই ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো. শাহীন আলম, সুনামগঞ্জ::সুনামগঞ্জে কঠোর লকডাউনের সঙ্গে বৃষ্টিতে সকাল থেকেই ঘরবন্দি মানুষ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিধি নিষেধের দ্বিতীয় দিনে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। বেশির ভাগ সড়কে অটো রিকশাসহ হঠাৎ যানবাহন চলতে দেখা গেছে। তবে ব্যতিক্রমও রয়েছে কোথাও কোথাও। শুক্রবার (২ জুলাই) সকাল থেকে বৃষ্টির থাকায় কিছু দোকান খোলা পাওয়া গেলেও লোকজনের উপস্থিতি কম দেখা গেছে।
বিভিন্ন উপজেলায় খবর নিয়ে জানা যায়, উপজেলার মেইন গলিগুলোতে দোকানপাট বন্ধ থাকলেও ভেতরের গলিগুলোতে বেশ কিছু দোকানপাট খোলা রয়েছে। সাধারণ মানুষের উপস্থিতি তুলনামূলক কমেছে। তবে উপজেলার সীমান্ত অঞ্চলের বাজার গুলোতে বিকাল ৫ টার পরে লকডাউন উপেক্ষিত চিত্র লক্ষ্য করা গেলেও ভাটি এলাকার হাটবাজারে পায়ে হেটেই মানুষ বাজারে আসতে প্রচÐ ভীর করেছেন।। তবে খেঠে-খাওয়া কয়েকজন তাদের অসুবিধার কথা তুলে ধরলেও অন্যদিকে কেউ কেউ অকারণে হাঠ-বাজারে ঘোরাগুরি করার অভিযোগ রয়েছে। সরেজমিন পরিদর্শনকালে ও খুঁজ নিয়ে জানা গেছে, সকালের দিকে বৃষ্টিপাত হওয়া হাটবাজার, রাস্ত-ঘাটে জনসমাগম তেমন লক্ষ্য করা যায়নি। বিভিন্ন উপজেলার বাজারের অধিকাংশ দোকানপাঠও বন্ধ ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে যেন সবকিছু স্বাভাবিক হতে শুরু করে। রাস্তাঘাটে মানুষজনের উপস্থিতি অনেকটাই বেড়ে যায়। করোনা ভাইরাস নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেন কোনো চিন্তার লেশমাত্রও নেই। এমনকি কেউ কেউ লকডাউন কেমন হচ্ছে তা দেখতে হাঠ-বাজারে ঘোরাগুরি করার অভিযোগ রয়েছে। সড়ক সমূহে যানবাহন তেমন চলাচল না করলেও নিষেজ্ঞার বাহিরে থাকায় স্থানীয় সড়ক সমূহে বেটারী চালিত রিকশা চলাচল করতে দেখা গেছে। মাঝে-মধ্যে সিএনজি অটোরিকশা চলাচল করেছে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা হাটবাজার থেকে চলে যাওয়ার পরই হাটবাজারে মানুষের সমাগম বেড়ে যায়। খুলতে শুরু করে বাজারের সব দোকানপাট।
এদিকে চলতি লকডাউন কার্যকর করতে জেলা ও উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। সকাল থেকে উপজেলার বিভিন্নস্থান ও সড়কে উপজেলা পুলিশ ও সেনাবাহিনী টহলের পাশাপাশি তারা লোকজনদের সরকারের নির্দেশ মানার তাগিদ প্রদান করতে দেখা গেছে।
আপনার মন্তব্য লিখুন