করোনার সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়ায় কঠোর লকডাউন চলছে।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ , ১ জুলাই ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
নিজস্ব প্রতিবেদকঃ করোনার সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন চলছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকেই বন্ধ রয়েছে গনপরিবহন, শপিং কমপ্লেক্স, মার্কেটসহ বিভিন্ন দোকান পাট। তবে জরুরী সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান সমূহ খোলা রয়েছে।
সড়কে পন্যবাহী ট্রাকসহ ছোট আকারের যান বাহন চলাচল করছে। লকডাউনের কারণে শহরে সাধারণ মানুষের উপস্থিতি অনেকটা কম। প্রধান সড়কগুলোতে দোকানপাট বন্ধ থাকলেও অলিগলিতে দোকানপাট খোলা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত ৪ হাজার ২১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা থেকে আসা পিসিআর রিপোর্টে তাদের করোনা পজেটিভ আসে। এছাড়া গত ২৪ ঘন্টায় নুতন করে সুস্থ হয়ছে ২৬। এখন পর্যন্ত জেলায় সুস্থ হয়েছে ৩ হাজার ৭৭১ জন রোগী। জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬২ জন।
আপনার মন্তব্য লিখুন