১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

প্রশাসনে নির্দেশ অমান্য করায় চুকনগরে ৬টি মামলায় মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায়

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ , ২২ জুন ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

খুলনা জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম। খুলনার চুকনগরে ভ্রাম্যমান আদালত স্বাস্থ্য সংরক্ষণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮/২৫ এর ২ ধারায় ৬টি মামলায় মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল ওয়াদুদ এ অভিযান পরিচালনা করেন।

কোভিড-১৯ এর মহামারীতে সারাদেশের ন্যায় খুলনা জেলায় ২২জুন থেকে ৭ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে অনেকে গোপনে দোকানপাট খুলে রাখাসহ মাস্ক না পরার অপরাধে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কাপড়ের দোকান গোপনে খুলে রেখে মালামাল বিক্রয়ের অপরাধে মহাদেব পালের মমতা বস্ত্রালয় থেকে ১০হাজার টাকা জরিমানা আদায় করেছে আদালত। এছাড়া মাস্ক পরিধান না করার অপরাধে গোলাম রোডের গোলাম হোসেনকে ১ হাজার টাকা, আব্দুল লতিফের বীজের দোকানে ১ হাজার টাকা, বাবু দেব কে ৫শ টাকা, ইসলাম হোসেনের রহমান ফার্মেসী থেকে ৫শ টাকা ও আবুল হাসানের ফার্মেসী থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ডুমুরিয়া থানা পুলিশ সার্বিক সহযোগীতা করে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন