বাঞ্ছারামপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্ণ , ৫ নভেম্বর ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 8 years আগে
ব্রাক্ষনবাড়ীয়ার বাঞ্ছারামপুরের ছয়ফুরাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও একই ইউনিয়নের বিএনপি সভাপতি শাহজাহান মিয়া (৬০)কে আজ সকালে প্রাত:ভ্রমনে বের হলে কতিপয় দূর্বৃত্ত বেধড়ক কুপিয়েছে। খোজ নিয়ে জানা গেছে,-শাহজাহান চেয়ারম্যান গতকাল শনিবার সকালে হাটতে গেলে পেছন থেকে এক দল সন্ত্রাসী তার উপর এলো পাথারি ভাবে হামলা চালায় ।
তারা দেখে দেখে হাতে,পায়ে ও মাথায় আঘাত করা হয়েছে বলে পরিবারের স্বজনরা জানান।গুরুতর আহত শাহজাহান মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে।এ বিষয়ে কোন মামলা এখনো হয়নি।তবে,নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়,সন্ত্রাসী মহল মসজিদ কমিটি নিয়ে এই হামলা তা নিতান্তই শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা।মূল হামলাকারীকে আড়াল করার চেষ্টামাত্র।তার রাজনৈতিক প্রতিপক্ষ এমন হামলা করতে পারে বলে গুজব রয়েছে।
কি কারনে,কেন এই গুরুতর আঘাত তা জানতে চাইলে তার স্বজনরা নিশ্চুপ থেকে বলেন পরে জানানো হবে। এই নিয়ে উক্ত এলাকায় শাহজাহান চেয়ারম্যানের অনুসারীদের মধ্যে আতংক বিরাজ করছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন