সরাইল থানা পুলিশের অভিযানে পাঁচ ডাকাত গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ , ১০ জুন ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা পুলিশের অভিযানে পাঁচ ডাকাত গ্রেফতার।
সরাইল থানা পুলিশের একটি চৌকষ টিম বিশেষ অভিযান চালিয়ে সরাইল থানাধীন বড্ডা পাড়া
খাদ্য গুদামের সামনে সরাইল- নাসির নগর-লাখাই আঞ্চলিক সড়কের উপর থেকে রাম দা সহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে। ১০ জুন বৃহস্পতিবারে আনুমানিক রাত পৌনে তিনটা সময় এ অভিযান চালানো হয়।অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন সরাইল থানা পরিদর্শক তদন্ত মো. কবির হোসেন।
সরাইল থানা পরিদর্শক তদন্ত মো. কবির হোসেন বলেন, ১০ জুন বৃহস্পতিবার রাত পৌনে ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার একদল পুলিশ
সরাইল- নাচিরনগর সড়কের গুদামের সামনে অভিযান চালায়। এসময় তাদের কাছ থেকে ২টি ছোরা,১টি
চাপাতি ও৩টি রামদাসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,মোঃ আইয়ুব আলী (২৮) পিতা- মৃত কুতুব আলী ধরন্তী (চাঁকসার),মোঃ আরিজ প্রকাশ হারিছ (৪২), পিতা- মোঃ আবু ছায়েদ,গ্রাম- কাবিতারা (টিঘর),আনোয়ার হোসেন আনার (২৯),পিতা- আবুল হোসেন গ্রাম- কালিকচ্ছ, আলমগীর (৪৫),পিতা- মৃত আইয়ুব আলী সাং- সুরিয়ার পুকুরপাড় (বাড়িউড়া), বাবুল মিয়া (৪৫), পিতা- মৃত আঃ মন্নাফ প্রকাশ মন্ন সাং- চাকসার (উত্তরপাড়া), সরাইল থানা জেলা- ব্রাহ্মণবাড়িয়া। এরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান পরিদর্শক তদন্ত মো. কবির হোসেন বলেন ।
উল্লেখ্য,বুধবার ( ৯ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে এগারটা থেকে বারটার মধ্যে সরাইল- নাছিরনগর সড়কে সরাইল খাদ্য গুদামের সামনে দু দফা ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক ব্যাটারি চালিত অটো রিকশার চালক ও যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নেয় ডাকাত দল। এসময় ডাকাতরা একজন অটোরিকশা চালকের মাথায় আঘাত করে।
আপনার মন্তব্য লিখুন