১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ , ১০ জুন ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় জিহাদ মিয়া (১৪) নামের এক মাদরাসা ছাত্র চলন্ত ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন।

বুধবার (৯ জুন) বিকেল ৩টায় উপজেলার মাছিহাতা ইউনিয়নের পাগাচং গ্রামের চাঁনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জিহাদ সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পূর্বপাড়ার দীপন মিয়ার ছেলে৷

হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, জিহাদ উপজেলার আলীনগর মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। করোনাকালীন সময়ে মাদরাসা বন্ধ দেওয়ায় জাহিদ তার বাবার ছাগলের ব্যবসা দেখবাল করতেন৷ আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পাগাচং চানঁপুর বাজারে গরুর হাটে যায়। ওই সময় জিহাদ ট্রেন দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় লেগে গুরুত ভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হয়।

স্থানীয় লোকজন জিহাদকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সার্জারি বিভাগে ভর্তি দেন। পরবর্তীতে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় জিহাদের মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান জানান, হাসপাতাল সূত্রে জেনেছি ট্রেনের ধাক্কায় জিহাদ নামের এক মাদরাসার ছাত্র মারা গেছেন। পরিবারের লোকেরা নিহতের লাশ নিয়ে চলে গেছে। তবে এব্যাপারে এখনও কেউ অভিযোগ করেননি। দুর্ঘটনায় বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তীতে জানানো হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন