ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে রুমানা আক্তারকে পদায়ন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ , ৯ জুন ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুল আকন্ঞ্জি,স্টাফ রিপোর্টার :ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে রুমানা আক্তারকে পদায়ন করা হয়েছে। গত ৭জুন চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই পদায়ন করা হয়।
রুমানা আক্তার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়ার স্থলাভিষিক্ত হবেন।
এর আগে, গত ২৮মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়াকে নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। পঙ্কজ বড়ুয়া ২০১৯ সালের ২ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
রুমানা আক্তারকে ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার পদ থেকে গত ২৯মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের লক্ষ্যে চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ে ন্যস্ত করে। এর আগে তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন