মেহজাবিন অবাক ছোট্ট’দু ছেলে রাস্তা সংস্কারের দাবীতে বাবা’র-মানববন্ধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ , ৮ জুন ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সামাজিক যোগাযোগ ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের শিরোনামে” সরাইল – অরুয়াইল রাস্তা সংস্কারের দাবীতে” এক বাবা” দুই সন্তানসহ এক শিক্ষক মানব বন্ধন ভাইরাল। এদেখে মেহজাবিন বলে, বাবা ছোট্ট দুইজন স্কুল ছাত্র দুই পাশে বাবাকে নিয়ে ব্যানার করে রাস্তার সংস্কারের দাবীতে নিজেরাই স্লোগান দিচ্ছেন। ভিডিও দেখে আর মেহজাবিন বলে বাবা, তারা বলছে রাস্তা সংস্কার চাই,রাস্তা সংস্কার চাই, বলে তারা ও আজ রাস্তায় আসছে সত্যি বাবা আমি অবাক।
জানা যায়, (৬ জুন) রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানব বন্ধনে অবস্থান করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ভুইশ্বর বাজার সংলগ্ন সরাইল- অরুয়াইল রাস্তায় এ মানব বন্ধন কর্মসূচি পালন করেন অরুয়াইল ইউনিয়নের আসিফ ইকবাল খোকন সরাইল উপজেলার অরুয়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার সঙ্গে
মানব বন্ধনে অংশ নেওয়া তার বড় ছেলে আতিক ইকবাল নীরব বাবার কর্মস্তল স্কুলের ৫ম শ্রেণির ও ছোট ছেলে আকিল ইকবাল সকাল প্রাক প্রাথমিক শ্রেণির ছাত্র
বলে জানা যায়।
সরেজমিনে জানা যায়, সরাইল- অরুয়াইল রাস্তা এ উপজেলা ভাটি অঞ্চলের মানুষের জন্য এটি অত্যন্ত গুরুত্ব বহন করেন। প্রতিদিন কয়েকটি ইউনিয়ন ও শত গ্রামবাসী চলাচলের একমাত্র যোগাযোগ ব্যবস্থা। উপজেলা উচালিয়াপাড়ার মোড় হতে অরুয়াইল ব্রীজ পযর্ন্ত কয়েক মাস আগে সংস্কারের কাজ হয়েছে। এ রাস্তার চুন্টা ব্রীজ হতে ভুইঁশ্বর পর্যন্ত আড়াই কিলো রাস্তা সংস্কার কাজ হয়নি। মেহজাবিন বাবাকে বলে, বাবা আমি অবাক হতবাক ” রাস্তার আগামাথা সংস্কার হয়েছে মধ্যে জায়গা খালি” বাবা মা’রে বর্তমানে ভুইশ্বর বাজার থেকে চুন্টা পর্যন্ত রাস্তার অবস্থা খুব নাজেহাল। চিকিৎসার জন্য জেলা সদরে গেলে অসুস্থ্য হয়ে বাড়ি ফিরতে হয়। শিশু বাচ্চাদের নিয়ে যাতায়াত মুশকিল। ছোট বড় গর্ত আর খানাখন্দের রাস্তায় প্রায়শই দূর্ঘটনার শিকার হচ্ছে সিএনজি চালকরা। আসন্ন বর্ষার আগে রাস্তার পাশে স্লাবসহ সংস্কার করা না হলে রাস্তাটি বিলিন হয়ে যাবে।
মেহজাবিন বলে বাবা,আমি জানি সরাইলে জনপ্রতিনিধি অনেক জন আছেন,এসব রাস্তায় মানুষের জনদুর্ভোগ উনাদের নজরে আনা দরকার? মা’রে এসব বলে কি হবে’ হবে বলে হচ্ছেনা কাজ প্রক্রিয়া দিন। বাবা আপনি যায় বলেন, আমি ছোট্ট মানুষ বলে জানি না তা নয়, সরাইলে তিন জন সংসদ সদস্য আছেন, একজন ভাটি অঞ্চলের মানুষ সম্মানিত উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া স্থানীয় এমপি, অপর জন সম্মানিত মহিলা এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম ( শিউলি আজাদ )বাবা, ঐ দিন টিভির টক শোতে দেখছি ব্যারিস্টার রুমিন ফারহানা সম্মানিত এমপি।বাবা উনি টিভির টকশোতে খুব সুন্দর করে কথা বলে। বাবা আমার অনেক ভালো লাগে। তবে আজ বাবা নিজের কাছে নিজেকে অনেক কষ্ট লাগতেছে। মা’রে তোমার কষ্ট নিয়ে কি হবে। মেহজাবিন বলে, বাবা ঠিকই বলছেন ! কষ্টের কারণটা হলো বাবা, এতো জনপ্রতিনিধি থাকতে মাত্র আড়াই কিলো রাস্তা সংস্কারের জন্য ছোট্ট শিশু বাবাকে নিয়ে মানববন্ধন করতে হচ্ছে?? মা’রে চল বাড়ি যাব এত কথা বলে না? বাবা আমাকে বলে,থামিয়ে দিলেন, তবে ছোট্ট দুইজন শিক্ষার্থী বুঝিয়েছে,প্রতিবাদ বা দাবী সবাই জানে?? মেহজাবিন বলে,বাবা যুগে যুগে মানুষ নিজের দাবির জন্য সবাই রাস্তায় নেমেছে। তবে আপনার মাধ্যমে বাবা- ছেলেদেরকে আমি ধন্যবাদ জানাই।।মানববন্ধনে আসিফ ইকবাল খোকন দাবী করেন, অচিরেই এ রাস্তা সংস্কার করতে যথাযথ কর্তৃপক্ষ ও জন প্রতিনিধিরা দ্রুত নজর দিবেন।
এ ব্যপারে জানতে চাওয়া হলে, সরাইল উপজেলা এলজিইডি প্রকৌশলী মোছা.নিলুফা ইয়াছমিন বলেন, সরাইল- অরুয়াইল রাস্তার সংস্কারের বাকি প্রায় আড়াই কিলোমিটার কাজের অনুমোদন প্রক্রিয়াধীন। আশা করছি কিছু দিনের মধ্যে কাজের অনুমোদন হবে বলে তিনি জানান।
আপনার মন্তব্য লিখুন