সরাইলে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ , ৭ জুন ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় উদ্বোধন হলো ভূমিসেবা সপ্তাহ-২০২১।রবিবার ৬ জুন সকাল দশটার দিকে সরাইল উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন,সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল হক মৃদুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা।।এ সময় আরও উপস্থিত ছিলেন,সাংবাদিক ও অত্র অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে জানানো হয়, ভূমি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া ও ডিজিটাল ভূমি সেবা সমূহে জনগণকে উদ্বুদ্ধ ও আগ্রহী করা এবং ডিজিটাল সেবা সমূহের সুবিধা ভূমি মালিকগনকে জানানোর জন্য ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত এ সেবা সপ্তাহ পালন করা হবে বলে জানান সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল।
আপনার মন্তব্য লিখুন