১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

খুলনায় ৭ ঘন্টার ব্যবধানে করোনায় ৪ জনের মৃৃত্যু।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ , ৫ জুন ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

খুলনা জেলা প্রতিনিধি মোঃশহিদুল ইসলাম। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা চিকিৎসাধীন অবস্থায় ৭ ঘন্টার ব্যবধানে ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুন) সকাল ৬টা থেকে দুপুর ১২টা ৫৫ মিনিটে মধ্যে তাদের মৃত্যু হয়।
মৃত ব্যক্তিরা হচ্ছে আমিনুর রহমান মোল্লা (৮০), নুরুল ইসলাম (৭৫), মিজানুর আকন এবং রেহেনা বেগম (৬১)।
করোনা ডেডিকেটেড হাসপাতালের সূত্র মতে, নড়াইল জেলার কালিয়া উপজেলা সিংহাসপুর এলাকার বাসিন্দা মৃত গণি মোল্লার পুত্র আমিনুর রহমান মোল্লা করোনায় আক্রান্ত হয়ে গত ৩১ মে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৬টায় মারা যান। বাগেরহাট শরনখোলা রাজাপুর এলাকার বাসিন্দা মৃত মহব্বত আলীর পুত্র নুরুল ইসলাম গত ৪ জুন করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি সকাল পৌনে ১০টায় মারা যান।
এছাড়া বাগেরহাট মোড়েলগঞ্জ এলাকার বাসিন্দা আঃ রবের পুত্র মিজানুর আকন গত ২৮ মে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১২টায় মারা যান। একই দিনে দুপুর পৌনে ১টায় রেহানা বেগম নামে এক করোনা রোগী মারা যান। সে নগরীর মিয়া পাড়া এলাকার বাসিন্দা আতাউর রহমান স্ত্রী। করোনায় আক্রান্ত হলে তাকে গত ৫ জুন হাসপাতালে ভর্তি করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন