১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া সদরের এমপিকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ , ২৫ এপ্রিল ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়া সদর- ৩ আসনের সাংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার রামরাইলে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কর্মসূচি পালন করা হয়।

রামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেনের সভাপতিত্বে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূইয়া, সাধারণ সম্পাদক এমএইচ মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।

তাছাড়া আরও উপস্থিত ছিলেন বাসুদেব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোবাশ্বের আলম ভূইয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন, সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ওমর ফারুক, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রায়হান, সদর উপজেলাব সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা আওয়ামী যুবলীগের প্রকাশনা সম্পাদক শাহীন ভূইয়া বাবু, সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি শাহীন হাজারী, ৬নং ওয়ার্ড সদস্য বোরহান উদ্দিন, যুবলীগ নেতা বোরহান সোহাগ, ইউপি সদস্য মুজিবুর রহমান, ব্যবসায়ী মাহফুজ প্রমুখ।

এসময় বক্তারা হেফাজতের বিক্ষোভ চলাকালে ব্রাহ্মণবাড়িয়ায় ভাংচুর, অগ্নিসংযোগ ও তান্ডবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ভিডিও ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িতদের এবং স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে কটূক্তিকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন