অসাম্প্রদায়িকতার এক অনন্য নজির স্হাপন আশুগঞ্জের ইউএনও’র।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ , ২৩ এপ্রিল ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
অসাম্প্রদায়িকতার এক অন্যান্য নজির উপস্থাপন করলেন
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস।
আজ শুক্রবার ২৩ এপ্রিল জুম্মার দিনে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস তাহার নিজের বেতনের টাকা দিয়ে অসহায় গৃহহীনদের মাঝে ইফতার পাঠিয়েছেন, শুধু তা নয় তাদের যে খাবার দেয়া হয়েছে সেগুলো আশুগঞ্জ রেল স্টেশনের প্লাটফর্ম এর মাটিতে বসেই সবার সাথে ইফতার করেন।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে উপস্থিত থেকে তাদের হাতে ইফতার তুলে দিয়েছেন।
এই সময় উপস্থিত ছিলেন আশ্রয় বিদ্যাপীঠ এর উপদেষ্টা কমিটির সদস্য সংগঠনের সদস্য বৃন্দ। তারা ইউএনও’র প্রশংসা করে বলেন,এমন একজন ভালো মানুষ কে কাছ থেকে দেখার সুযোগ পেয়ে আমরা আনন্দিত।
আপনার মন্তব্য লিখুন