বিজয়নগরে লকডাউন উপেক্ষা করে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ , ২০ এপ্রিল ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুল আকন্ঞ্জি,স্টাফ রিপোর্টার :ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় লকডাউন উপেক্ষা করে পুলিশ ফাঁড়ির সামনেই উপজেলা আওয়ামী লীগের প্রবিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিবাদ সভা করায় সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। জনসাধারণের মনে মানুষকে বাজারে ঢুকতে দেয় না পুলিশ। কিন্তু নেতা কর্মিরা লোকবল জড়ো করে সমাবেশ করে কিভাবে।
মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার ১০ নং পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারের প্রধান সড়কে পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে হেফাজত কর্তৃক যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব র,আ,ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি মহোদয় বিরুদ্ধে মিথ্যাচার ও কটুক্তির প্রতিবাদে এবং হেফাজত এর আগুন সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। লকডাউনে এই প্রতিবাদ সভা করায় জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বাজার থেকে ৩০০ গজ দূরে পুলিশ ফাঁড়ি থাকলেও জানে না পুলিশ এবং নেওয়া হয়নি অনুমতি।
প্রধান অতিথি হিসেবে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তানভির ভূইয়া ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়পুর ইউনিয়নের সভাপতি আব্দুল হাই মাষ্টার। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃর্ধা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাজ্জাক ফকির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল খাঁন, সহ সাধারণ সম্পাদক কাউছার ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি এস.এম.মাহাবুব হোসাইন, পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলি আহম্মেদ সহ প্রায় ২০০ থেকে ৩০০ নেতাকর্মি।
এব্যাপারে পাহাড়পুর ইউনিয়নের সভাপতি আব্দুল হাই মাষ্টার বলেন, স্বাস্থ্যবিধি মেনেই এই প্রতিবাদ সমাবেশ করেছেন নেতাকর্মিরা।
বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক ভূইয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোন জায়গায় সমাবেশ হয়েছে তিনি জানেন না।
আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির এসআই কমল কুমার রায় বলেন, আমাদের থেকে কেউ অনুমতি নেয়নি। যখন তারা সমাবেশ শুরু করেছে বাজার থেকে কল এসেছে পরে তাদেরকে বলা হয়েছে যেন ছোট করে তাড়াতাড়ি শেষ করে দেয়। লকডাউনে সমাবেশ করতে পারেন কি না প্রশ্ন করলে তিনি কোন মন্তব্য করেননি।
আপনার মন্তব্য লিখুন